নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট কেজি স্কুল’ এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, অভিভাবক ও মেডিকেল অফিসার ডা. তাসনিম আরা মুক্তা, কেজি স্কুলের শিক্ষক মাফুজুল হক, আব্দুস ছামাদ, রবিউল হক টাইগার, মীর বায়েজিদ, খোরশেদ আলম, হারুন উর রশিদ, নেহার বানু, উম্মে সালমা ও মীরা আক্তার।
স্কুলের প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩২ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯৬ শিক্ষার্থীকে পুরস্কার এবং বৃত্তিপ্রাপ্ত ৫২ জন ও ক্লাসে মেধা তালিকায় ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন এবং অভিভাবক ডা. তাসনিম আরা মুক্তা ধামইরহাট কেজি স্কুলের শিক্ষাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
কেকে/এএস