বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
আন্তর্জাতিক
লোহিত সাগরে কার্গো জাহাজে হুথিদের হামলায় ৪ নাবিক নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:৪১ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ‘এটারনিটি সি’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ হামলায় কমপক্ষে ৪ নাবিক নিহত এবং এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ জুলাই) জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার (৭ জুলাই) হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

‘এটারনিটি সি’ সুয়েজ খালের দিকে যাচ্ছিল। এতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুথিরা, যেখানে জাহাজের ওপর বিস্ফোরণ ও তাতে আগুন লাগার দৃশ্য দেখা যায়।

হুথিদের দাবি, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা হামলাটি চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা জাহাজের ক্রুদের উদ্ধারে সহায়তা করেছেন এবং চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন অভিযোগ করেছে, হুথিরা জাহাজ থেকে বেঁচে যাওয়া অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের নিরাপদে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

ইউরোপীয় বাহিনীর ‘অপারেশন অ্যাস্পিডিস’ জানায়, জাহাজের ২২ সদস্যের ক্রু ও তিন সদস্যের নিরাপত্তা দলের মধ্যে পাঁচজন ফিলিপাইনের ও একজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

হুথিদের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর জোট, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং ও বিআইএমসিও। যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই হামলাগুলো নিরপরাধ নাবিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে। এই ট্র্যাজেডি আবারো দেখিয়ে দিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষা করতে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করা জরুরি।

এটি ছিল গত কয়েক মাসের মধ্যে হুথিদের প্রথম প্রাণঘাতী হামলা। এর একদিন আগেই হুথিরা ‘ম্যাজিক সিজ’ নামের আরেকটি কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটিকেও ডুবিয়ে দেয়। তবে সে ঘটনায় সব নাবিককে উদ্ধার করা হয়।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এর মধ্যে দুটি ডুবে জাহাজ যায়, একটি তারা দখল করে রেখেছে এবং এসব ঘটনায় অন্তত চার নাবিক নিহত হন।

যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে ২০২৫ সালের মে মাসে এক সমঝোতায় বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি থাকলেও ইসরায়েল-সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুথিরা।

এদিকে, একই দিনে ইসরায়েল হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় হুথিরাও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  হুথিদের হামলা   লোহিত সাগর   কার্গো জাহাজে হামলা   ৪ নাবিক নিহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিয়েতে মাইক বাজানোয় শাস্তি, বেত্রাঘাত এবং ৩০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড
বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close