কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে দুর্বৃত্তদের আগুনে একটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) আনুমানিক ৯টার সময় আগুনের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী সেলিম।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
সেলিমের পিতা সিরাজ উদ্দিন কবিরাজ বলেন তার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তার নিজের ঘরে আগুন দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমার ও আমার স্ত্রী জমি বিক্রির ১২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সেলিম। আমি স্থানীয় ইউপি সদস্য কাছে বিচার দাবি করে সঠিক বিচার পাইনি।
মামলার বিবাধী আবুল কাসেম বলেন আমি হার্ডের সমস্যা নিয়ে উওরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে আমার ভাই।
স্হানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, তাদের সমস্যা অনেক দিন ধরে পিতা-মাতার কথা কেউ শুনে না। এক ভাই অন্য ভাইয়ের বিরুদ্ধে শুধু শুধু অভিযোগ করে।
কেকে/এএস