দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ ও আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৬ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান, দৈনিক খোলা কাগজের প্রকাশক ওসম্পাদ প্রকৌশলী আহসান হাবীব লেলিন এবং দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন।
এছাড়াও মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নীলসাগর গ্রুপ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কেকে/ এমএস