রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
গণপিটুনিতে নিহতদের জানাজা করেনি গ্রামবাসী, কবর খুঁড়েছেন গ্রাম পুলিশ
আজিজুল হক, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে এক দীর্ঘ শাসন ও ত্রাসের পরিসমাপ্তি হলো রক্তাক্ত পরিণতিতে। আলোচিত মাদক সম্রাজ্ঞী রোকসানা আক্তার ওরফে রুবি ও তার দুই সন্তানকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে জনতা। কিন্তু মৃত্যু যখন হলো, তখন পাশে দাঁড়াল না কেউ। জানাজা পড়তে এলেন না প্রতিবেশীরা। একপ্রকার বাধ্য হয়েই লাশ দাফনের জন্য কবর খুঁড়েছে গ্রামপুলিশ।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় অদ্ভুত পরিবেশে কড়ইবাড়ি গ্রামের কবরস্থানে রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে তাসপিয়ার লাশ দাফন করা হয়। ময়নাতদন্ত শেষে লাশগুলো যখন গ্রামে আসে, তখন চারপাশে নীরবতা। হাতে গোনা কয়েকজন আত্মীয় আর গ্রামপুলিশের কয়েক জোড়া হাত মিলিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।

জেলা পুলিশের তথ্যানুসারে, রুবির বিরুদ্ধে করা মামলার সংখ্যা ছিল ১৬টি, ছেলে রাসেলের ৯টি, মেয়ে তাসপিয়ার ৫টি, মেয়ে রুমার ২টি এবং তাসপিয়ার স্বামী মনিরের ১১টি। তাদের পরিবারের মোট মামলার সংখ্যা ৪৩টি।

এছাড়াও স্থানীয় লোকজনের ভাষ্য, রুবি  দীর্ঘ ৪০ বছর যাবৎ মাদক ব্যবসাসহ এলাকায় চুরি ছিনতাই নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই সে মামলা দিয়ে হয়রানি করতো। অদ্যবধি সে ৮২টি মামলার বাদী। অধিকাংশ মামলা নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে। যেই মামলাগুলোর আপোষ-মিমাংসা হয়েছে তার প্রায় সবকয়টিতে মোটা অংকের টাকা আদায় করেছেন।

সর্বশেষ, স্থানীয় এক স্কুলশিক্ষকের মোবাইল চুরির ঘটনায় আটক এক চোরকে ছাড়িয়ে আনতে গিয়ে রুবি ও তার জামাই সন্ত্রাসী কায়দায় চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বারকে মারধর করেন। পরবর্তীতে ওই স্কুল শিক্ষকের ছেলে ও ভাতিজার উপর আক্রমণ করে। তারপরেই গ্রামবাসীর দীর্ঘদিনের ক্ষোভ জ্বলে ওঠে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ক্ষুব্ধ জনতা রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকিকে (২২)  পিটিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৭)।

ঘটনার পর থেকেই পুরো গ্রাম পুরুষশূন্য, দোকানপাট বন্ধ। মানুষের মুখে-মুখে একটি কথা, 'অবশেষে ত্রাসের শেষ হলো'।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, নিহত রুবির মেয়ে বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তিনি আরো জানান, নিহতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close