সর্বপ্রথম ভারত উপমহাদেশে ব্যাডমিন্টন খেলার জন্ম বা শুরু হয়েছিল। জানা যায়, ১৮৭০ খ্রিস্টাব্দে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ‘পুনে’তে সর্বপ্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়। মূলত ভারতে ব্রিটিশ গ্যারিসন নগরী ‘পুনে’তে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারগণ এ খেলার উদ্ভাবন করেন।
ছবি : সংগৃহীত
প্রথমদিকে এ খেলাটি পুনে নগরীতে বেশি জনপ্রিয় ছিল। পুনে নগরীতে জনপ্রিয়তার কারণে এ খেলাটির অপর নাম হয় ‘পুনাই’। ইংরেজ সৈনিক বো-ফোটের ডিউক খুব আগ্রহী হয়ে ব্যাডমিন্টন খেলা ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে যান।
ছবি : সংগৃহীত
পরবর্তীতে এ খেলাটি ইংল্যান্ডের গ্লুকোস্ট্রাশায়ারে অবস্থিত বো-ফোটের ডিউকের নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। বো-ফোটের ডিউকের নিজ গ্রামের নামে এ খেলাটির নামকরণ করা হয় ব্যাডমিন্টন। খেলাধুলার ইতিহাসে বো-ফোটের ডিউক ব্যাডমিন্টন খেলার জনকের খ্যাতি লাভ করেন। এরপরে খেলাটি ইংল্যান্ডসহ আধুনিক বিশ্বে ইউরোপের বাহিরের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৩৪ সালে ইংল্যান্ডের সিলটেন হামে International Badminton Federation (IBF) নামে ব্যাডমিন্টনের আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
ছবি : সংগৃহীত
১৯৫৯ সালে ব্যাডমিন্টনের এশিয়া মহাদেশীয় সংগঠন Asian Badminton Federation (ABF) প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৬ সালে ব্যাডমিন্টন খেলাটি Asian Games-এ অন্তর্ভুক্ত করা হয়।
ছবি : সংগৃহীত
একটি জনপ্রিয় খেলা হিসেবে বাংলাদেশের গ্রাম-গঞ্জের সব বয়সের খেলোয়াড়রা এ খেলাটি খেলে থাকেন। ১৯৭১ সালে বাংলাদেশে গঠন করা হয় Bangladesh Badminton Federation (BBF)। ১৯৯২ সালে ৫টি ইভেন্টসহ ব্যাডমিন্টন খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়।