শ্রীপুরে মাদ্রাসার একটি কক্ষে স্কুল ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর নামধারী শিক্ষক ধর্ষণের কথা পরিবারকে না বলার জন্য বিভিন্ন ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদার করা মামলায় ধর্ষক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থী (১৩) স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
গ্রেফতার মো. আরিফুল ইসলাম আরিফ (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগীর দাদা জানান, অভিযুক্ত ব্যক্তির কাছে প্রাইভেট পড়ত ওই ছাত্রী। অভিযুক্ত শিক্ষক কৌশলে গত ২৮ জুন ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে নিয়ে একটি মাদ্রাসার কক্ষে ধর্ষণ করেন। বিষয়টি দুদিন পর স্বজনদের জানায় ভুক্তভোগী। পরে গতকাল বুধবার এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, বুধবার ভুক্তভোগী কিশোরী ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ করে। সে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়। আজ দুপুরে গ্রেফতার স্কুলশিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরী ভয়ে এবং লজ্জায় দুদিন কাউকে কিছু জানায়নি বলে জানায়।
কেকে/ এমএস