নালিতাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:৩২ পিএম

প্রতীকী ছবি
শেরপুরের নালিতাবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের আন্ধারুপাড়া স্কেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মনিরুজ্জামান উপজেলার বাঘবেড় গ্রামের সমর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে মনিরুজ্জামান মোটরসাইকেল নিয়ে নালিতাবাড়ী থেকে নাকুগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় শিমুলতলা স্লুইচ গেট পার হয়ে আন্ধারুপাড়া স্কেল এলাকায় পৌঁছালে হঠাৎ করে আন্ধারুপাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠে পড়ে। এতে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মনিরুজ্জামান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে মৃতদেহটি ফের নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এএম