ব্রাহ্মণবাড়িয়ায় নিজবাড়ি থেকে ফয়সাল আহমেদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ যুবক প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। তিনি শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে।
বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডা মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।
এর আগে, মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ফয়সাল লেখেন—‘আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হলো তুমি। এই দুনিয়াতে একসঙ্গে থাকার ইচ্ছাটা অনেক দুজনের। কিন্তু দুজনের পরিবারের মানুষগুলো বুঝলো না, আহারে কষ্ট।’
ওসি মোজাফফর হোসেন জানান, বুধবার রাতে পরিবারের লোকজন বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অবশেষে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফয়সালের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, ফয়সালের সঙ্গে এক তরুণীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক সম্মতি না পাওয়ায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েন।
প্রেমঘটিত হতাশা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
পুলিশ ফয়সালের ঘর থেকে একটি চিঠিও উদ্ধার করেছে, যাতে তার প্রেমিকার প্রতি আবেগঘন কিছু কথা লেখা ছিল বলে জানান তিনি।
কেকে/এএস