সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পত্তির হিসাব বিবরণী ২১ কার্য দিবসের মধ্যে জমা চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক পৃথক তিনটি চিঠিতে তাদের সম্পত্তির হিসাব চেয়ে ওই নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারীর বাড়িতে এ নোটিশ পৌঁছে দিয়েছেন কুড়িগ্রাম জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
দুদকের নোটিশে বলা হয়েছে, ‘যেহেতু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করিয়া দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মাইয়াছে যে, জনাব মোছা. সুরাইয়া সুলতানা, স্বামী: জাকির হোসেন, বর্তমান ও স্থায়ী ঠিকানা: গ্রাম-রৌমারী, ইউনিয়ন-রৌমারী, ডাকঘর-রৌমারী-৫৬৪০, জেলা-কুড়িগ্রাাম আপনার জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হইয়াছেন। সেহেতু, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব মোছা. সুরাইয়া সুলতানা-কে আপনার নিজের, আপনার স্বামীর এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্য দিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরি-উক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।’
উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ সময় তাদের কাউকে না পেয়ে বাড়ির গেটে দুদক মো. বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ লাগিয়ে দেন ওই কর্মকর্তা।
এ ব্যাপারে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোনের সন্ত্রী ও তার ছেলে-মেয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ অক্টোবর বিকালে রাজধানীর মোহাম্মপুর এলাকা থেকে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আটক করা হয় ও তার ছেলে সাফায়াত বিন জাকিরকে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে আটক করা হয়।
কেকে/ এমএস