ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দুপুরে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী।
গৃহবধূর বাবা ইকরামুল হক জানান, নিহত রিমু ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত ৭ দিন ধরে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তার স্বামী দেলওয়ার হোসেনের কাছে তার খোঁজখবর জানতে চাইলে সে নানাভাবে ছল চাতুরী করতে থাকে। পরে পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেলওয়ার রিমুকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির ঢয়লেট থেকে রিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রেখেছিল। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে।
কেকে/ এমএস