টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ শাখার প্রায় ১৭ বছর পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ জুন) গোপালপুর ২০১ গম্বুজ মসজিদ অডিটোরিয়ামে সকাল ৯টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক গোপালপুর এবং ভুঞাপুরের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
গোপালপুর পৌর শাখার মহিলা বিভাগীয় সেক্রেটারি শিল্পী খাতুনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন টাঙ্গাইল জেলা মহিলা বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাজেদা আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রহিমা বেগম, জেলা কর্ম পরিষদ সদস্য সেলিনা আক্তার কাকুলি।
এ ছাড়া আরো বক্তব্য পেশ করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার প্রমুখ । এ সম্মেলনে গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত প্রায় ১ হাজার মহিলা জামায়াতের কর্মী উপস্থিত ছিলেন।
কেকে/এএস