প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় দিনাজপুরের বোচাগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদের হল মিলনায়তনে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
পার্টনার কংগ্রেসে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন।
ইতোমধ্যে বোচাগঞ্জ উপজেলায় (২০২৪-২৫) অর্থবছরে ১৪টি কৃষক পার্টনার স্কুল হয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য করা হয়
প্রধান অতিথি কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন বলেন, পার্টনার কর্মসূচির মাধ্যমে এই উপজেলা কী কী কাজ হচ্ছে এবং তার ফলে কী উপকার পাওয়া যাচ্ছে। যারা উপকার পেয়েছেন এবং দক্ষ হয়েছেন তাদের এখন দায়িত্ব হলো—যারা এই প্রশিক্ষণ পায়নি তাদের শস্য বহুমুখীকরণ প্রযুক্তি উদ্ভাবন। ভ্যালু চেইন কার্যক্রম, উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণে নিরাপদ ফসল উৎপাদন, উন্নতজাত, খামার যান্ত্রিকীকরণের কৌশলগুলো শেখানো।
বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় পার্টনার কংগ্রেসের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা।
বিশেষ হিসেবে বক্তব্য দেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন এবং বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা জয়নাল আবেদীন।
এ সময় উপজেলা উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. আরজু হক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার, নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ, মুশির্দহাট ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন প্রমুখ।
কেকে/এএম