নীলফামারীর ডিমলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট ইনস্টিটিউট মাঠে দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ।
আয়োজকরা জানায়, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের ডিসট্রেসড এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেনের (আরএসসি) সহযোগিতায় দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সহস্রাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।
কেকে/ এমএস