টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপন সরদার, টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬:০৯ পিএম

ছবি: প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের টঙ্গীবাড়ী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫টায় হাসাইল মাছ ঘাট সংলগ্ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তানজির আলম শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মারুফ ইসলাম সেন্টুর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইদ্রিস মিয়াজী ভিপি মোহন।
প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিল মোল্লা। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলমগীর হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কেকে/এএস