দিনাজপুরের বোচাগঞ্জে রেললাইনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার কোন নাম পরিচয় এখনও পাওয়া যায় নি।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১টা ৩৫ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সোয় নদীর পূর্ব পাশে আব্দুল জব্বার অটো রাইস মিলের পিছনে রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়।
বোচাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন আসার আগে ঐ মহিলাকে রেল লাইনের পাশে বসে থাকতে দেখছেন তারা। তাই এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা বুঝে উঠতে পারছে না পুলিশ প্রশাসন।
কেকে/ এমএস