ফেনীর সোনাগাজীতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষক, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয় চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখের সঞ্চালনায় ও কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনির হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, রোপা আমন বীজ ও সার সহায়তা পেয়েছেন ২ হাজার ৩৪০ জন, আম চারা ১৩০ জন, নারিকেল চারা পেয়েছেন ৫২০ জন। এছাড়া ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী চারা সহায়তা পেয়েছেন। গ্রীষ্মকালীন সবজির বীজ পেয়েছেন ১২০ জন, মরিচের চারা সহায়তা পেয়েছেন ২১০ জন, তালের চারা সহায়তা পেয়েছেন ৩৫০ জন। প্রায় সাড়ে ৫ হাজার কৃষক ও শিক্ষার্থীদের মাঝে কৃষি প্রণোদনা ও চারা পেয়েছেন।
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ বলেন, পরিবেশ সংরক্ষণ, পুষ্টি ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে সরকারের পক্ষ থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে এ কৃষক আগ্রহী হলে আরো বাড়ানো যায় কীভাবে— তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।
কেকে/এজে