নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের নাজিরপুরে এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ জুন) রাত ১০টায় ইভা আক্তারের নাজিরপুর শ্বশুরবাড়ির নিজঘরে ঘটে।
এলাকাবাসী জানায়, সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে প্রবাসী বিপ্লব মিয়ার স্ত্রী ইভা আক্তার (২৭) নামের দুই সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ইভার স্বামী প্রবাসী বিপ্লব মিয়া ১০ বছর যাবৎ সৌদি আরবে থাকেন। ইভা আক্তার মোগড়াপাড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
কিছু দিন যাবৎ ইভা আক্তারের প্রবাসী স্বামী বিপ্লব মিয়ার সঙ্গে সাংসারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলে আসছে। এরই মধ্যে প্রবাসী স্বামীকে স্ত্রী ইভা ফোন করলে বা মুঠোফোনে ভয়েস পাঠালে প্রবাস থেকে কোনো উত্তর না দেওয়ায়, তার মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে। প্রবাসীর স্ত্রী ইভা, সাংসারিক কোনো বিষয়ে স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করতে পারে বলে স্বামীর পরিবারের সদস্যদের দাবি।
সোনারগাঁ থানার (ওসি) মফিজুর রহমান জানান, আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস