পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের আট ইঞ্চি ক্ষতিগ্রস্ত ভাঙা অংশে পাটের বস্তা দিয়ে পার করা হলো চারটি আন্তঃনগর ট্রেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া পৌর সদরের উত্তর সারুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, আজ কোনো একসময় রেললাইনটি ভেঙে গেছে। জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি বড়াল ব্রিজ রেল স্টেশনে প্রায় ৪৮ মিনিট দাঁড়িয়ে থাকে।
খবর পেয়ে মিস্ত্রিরা ভাঙা স্থানের ওপর পাটের বস্তা দিলে ঝুঁকি নিয়ে পার হয় ট্রেনটি। এরপর আন্তঃনগর নীলসাগরসহ আরো দুটি ট্রেন পার হয়। ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে পথচারীদের মাধ্যমে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাই। এতে বড়াল ব্রিজ স্টেশনে প্রায় ৪৮ মিনিট একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ভাঙা স্থানে কিছুটা মেরামত করে ট্রেন পার করা হয়।
বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ চলছে। এ কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
কেকে/এএস