ইরানের তিন দফায় চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীরশেবাতে তিনজন নিহত এবং আহত হয়েছেন অনেক।
মঙ্গলবার (২৪ জুন) টাইমস অব ইসরায়েল ও সিএনএন এ তথ্য জানায়।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
এছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং বাকী ছয় জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তারা সুস্থ রয়েছে।
ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বীরশেবাতে যে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আর কোনো হতাহত ব্যক্তি রয়েছে কিনা তা খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালাচ্ছেন মেডিকেল কর্মীরা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আজ সকালে পাঁচটি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
কেকে/এআর