কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:২৭ পিএম

প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সী কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত সুমাইয়া আছমিন মিতু (৮) ওই গ্রামের আব্দুল হামিদের পুত্র মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলির একমাত্র মেয়ে। সে পার্শ্ববর্তী হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে মিতু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ বাড়িতে না আসায় স্বজনরা পুকুরে খোঁজ করতে গিয়ে পুকুরে নামার বাঁশের সিঁড়ির নিচে পানিতে ভাসতে দেখে তাকে উপরে উঠানো হয়। পরে দেখা যায় সে মারা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/এএম