সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া এলালার ১২৫৮ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে মোহাম্মদ জাকারিয়া (২৩) নামের যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।
জাকারিয়া একই উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের আলা উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি একটি গাছের ডালে ফাঁসির দড়িতে ঝুলছিল। ঘটনাটি দেখতে পেয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নিহতের মামা আলী হোসেন জানান, সকালে সে বাড়ি থেকে বাহির হয়েছিল। কয়েক ঘন্টা পর স্থানীয়রা খবর দেয় তার লাশ সীমান্তের একটি গাছে ঝুলছে।
এ বিষয়ে জানতে বিজিবির স্থানীয় ক্যাম্পে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ মুঠোফোনের কল রিসিভ করেননি।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন, সীমান্ত এলাকায় একজনের লাশ পাওয়ার খবর পেয়েছি। তার পরিবারের লোকজন থানায় এসে আইনী সহযোগিতা চেয়েছে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি।
তিনি বলেন, ‘বিজিবির পক্ষ থেকে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানালে আমরা সেখানে যাবো।’
কেকে/ এমএস