বান্দরবানে চেক প্রতারণা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহিদুর রহমান সোহেলকে তিন মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
গত ২৬ মে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া এ রায় প্রদান করলেও বিষয়টি আজ জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খলিল।
মামলার এজাহার থেকে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে শহিদুর রহমান সোহেল অভিযোগকারী মোহাম্মদ হারুনুর রশিদের কাছ থেকে ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন, নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় ২০২৪ সালের ১০ জানুয়ারি বান্দরবান পৌরসভা মার্কেট ভবনে এক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে সোহেল অভিযোগকারীকে ইউসিবি ব্যাংকের একটি চেক প্রদান করেন। তবে অভিযোগকারী তিন দফায় চেকটি ইউসিবি ব্যাংকে উপস্থাপন করলেও শহিদুর রহমান সোহেলের ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রতিবারই চেকটি প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে একাধিকবার টাকা ফেরতের জন্য অনুরোধ করা হলেও শহীদুর রহমান সোহেল কোনো গুরুত্ব না দেওয়ায় অভিযোগকারী আইনের আশ্রয় নেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খলিল জানান, টাকার বিষয়ে একাধিক সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি, শেষ পর্যন্ত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর চেক প্রতারণা আইনে মোহাম্মদ হারুনুর রশিদ মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত শহিদুর রহমান সোহেলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ প্রদান করেন।
এদিকে এই বিষয়ে জানার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহিদুর রহমান সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত: ১৫ জুন (রোববার) সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে প্রথম এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, আর মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে শহিদুর রহমান সোহেল সকলের সাথে পরিচিত হয় এবং এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেছিল।
কেকে/ এমএস