মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজের বাসায় বৈদ্যুতিক সুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে। নিহতের নাম সুমন মিয়া (৪৪)। তিনি গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী গ্রামের মৃত সিদ্দিক হাজির ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ৩টার দিকে নিজঘরের সুইচ বদলানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সুমন মিয়া পেশায় একজন কৃষক ছিলেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এ রকম একটি খবর আমরা পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই লাশ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’
কেকে/এএস