ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে দেশটির দুই কর্মকর্তা।
বুধবার (১৮ জুন) রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, সেনা ও সরঞ্জাম সুরক্ষিত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে—সে বিষয়ে তারা কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত এলো এমন এক সময়ে, যখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করেননি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাবে কি না।
এর মধ্যেই বৃহস্পতিবার কাতারে মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করেছে, যাতে দূতাবাসকর্মীদের সাময়িকভাবে আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশেও ‘বাড়তি সতর্কতা অবলম্বনের’ পরামর্শ দেওয়া হয়েছে।
ওই দুই মার্কিন কর্মকর্তার একজন বলেন, আল-উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বাহরাইনের একটি বন্দর থেকেও যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্দরে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে।
সূত্র: আরব নিউজ
কেকে/এএম