টাঙ্গাইলের ধনবাড়ীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধনবাড়ী উপজেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান।
এ সময় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. হোসেন আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত সেনাসদস্য আমির হোসেন তারা, বীরতারা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ছাত্তার, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বদিউজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জুয়েল, মুশুদ্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইসমাইল হোসেন লেবু ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম ও বিএনপি নেতা রোকনুজ্জামান আলম ও আনিছুজ্জামান চাঁন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের অন্য নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে বীরতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং মুশুদ্দি বাজা প্রাঙ্গণে নিম ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়েছে।
বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এ বৃক্ষরোপণ কার্যক্রম চলে। পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ বৃক্ষরোপণ কার্যক্রম চলবে বলে উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. হোসেন আলী এতথ্য নিশ্চিত করেন।
কেকে/এএস