নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) দিনব্যাপীমরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রেসক্লাব মিলনায়তনে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল নয়টার দিকে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক ওই ক্যাম্পে নিজের চোখ পরীক্ষা করান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, দিনব্যাপী ওই ক্যাম্পে পাঁচ শতাধিক চক্ষু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এর মধ্যে বিনা মূল্যে ১৪০ জনকে চশমা, ১৫০জনকে ঔষধ ও ৮০ জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
কেকে/ এমএস