আগামী বছরের রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে জানানো হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকাল এবং সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়—তারেক রহমান ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময়ের মধ্যে নির্বাচন হলে তা দেশের জন্য ইতিবাচক হবে।
প্রধান উপদেষ্টা ইউনূস জানান, তিনি এর আগে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। তবে বিচার ও সংস্কারে ‘যথাযথ অগ্রগতি’ হলে ফেব্রুয়ারির মধ্যভাগে রোজা শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব।
২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে নির্বাচন ৭ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্বাচনকাল নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এক ধরনের বোঝাপড়া হয়েছে। বিএনপি ডিসেম্বরেই ভোট চাওয়ার অবস্থান থেকে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। অন্যদিকে, সরকারপক্ষও সময় এগিয়ে আনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, তবে তা নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির ওপর।
লন্ডন বৈঠকের প্রসঙ্গে লেখক মারুফ কামাল খান সোহেল ফেসবুকে লিখেছেন, সমঝোতা হয়ে গেছে লন্ডন বৈঠকে।
রাজনীতি বিশ্লেষক ড. মারুফ মল্লিক লিখেছেন, কোনো পক্ষই তারিখ না বললেও নির্বাচন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে বোঝা গেল…
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই আলোচনা নতুন রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে।
কেকে/এএম