রাজশাহী মহানগরীতে হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ৩টায় মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় (রানীনগর) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, মো. মেহেদী হাসান সুমন (৪০), সে মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে ও মো. নয়ন (৪২), সে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় (রানীনগর), এলাকায় দুজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টায় বর্ণিত স্থানে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ সুমন ও নয়নকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএস