সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানীগঞ্জের কালাইরাগ এলাকা দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
আটককৃত ১৩ জনেই বাংলাদেশের লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্ত এলাকা দিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইনের ঘটনায় ১৩ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে ৩ জন মহিলা, ৪ জন পুরুষ ও ৬ জন শিশু। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪৮ বিজিবির আওতাধীন সব সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে আজ সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫৩ জনকে আটক করে বিজিবি।
তিনি আরো বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইনকৃত সবাই বাংলাদেশের লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা। অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে বসবাস করছিল। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
কেকে/এএস