আগামী রোববার পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তবে এরপর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে। তখন তাপমাত্রাও কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১২ জুন) আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রী। রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারিতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আরো বলেন, বর্ষায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, তাই ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে। তবে এই ভ্যাপসা গরমকে সাধারণ হিসেবেই দেখছে আবহাওয়া অধিদফতর।
কেকে/এআর