দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। গত ৬ জুন থেকে সারা দেশে বৃষ্টি কমার কারণে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।
আবহাওয়া অফিস বলছে, রোববার (৮ জুন) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী বুধবার (১১ জুন) থেকে দেশে তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি। তবে এ সময় কিছু কিছু অঞ্চলে ভ্যাপসা গরম থাকবে।
এ ছাড়া আগামী মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কেকে/এএম