শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ অধিদফতরের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি পরিবহন মালিক কে অর্থদণ্ড দেয়া হয়।
সোমবার (২ জুন) বিকেলে উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, কাঁচপুর রাজস্ব সার্কেলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ।
অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন জানায়, অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৪ টি যানবাহন থেকে ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা ও ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
কেকে/ এমএস