গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় আগামী নির্বাচনে চাঁদাবাজদের বর্জন করে যোগ্য ও ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৩০ মে) বিকালে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে কাজ করেছে, জনগণের কথা ভাবেনি। এবার আমাদের উচিত প্রকৃত যোগ্য এবং সৎ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করা। চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা ক্ষমতালোভীদের আর জায়গা দেওয়া যাবে না।
তিনি আরো বলেন, এবারের নির্বাচন যেন জনগণের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হয়। পরিবর্তনের জন্য এখনই সময়।
পথসভায় আরো বক্তব্য দেন—জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা বিনা, জেলা সংগঠক মাহমুদ মুত্তাকিম, শহিদ সাজ্জাদ হোসেন সজলের মা সাহিনা বেগম, মুরাদ হোসেন ও আতাউর রহমান প্রমুখ।
কেকে/এএম