ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্ত থেকে এদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, বিএসএফ বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করে আমাদের ভূখণ্ডে পাঠিয়ে দিয়েছে। তারা বর্তমানে কালেঙ্গা বিওপিতে অবস্থান করছেন। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
তিনি আরো জানান, ফেরত পাঠানোদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার বিকাল সাড়ে ৩টায় বিজিবি তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।
ঘটনার খবর পেয়ে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম মাহবুব ঘটনাস্থলে যান। তিনি বলেন,
ভারতের বিএসএফ ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান।
কেকে/এএম