শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
সরকার যে প্রকল্প দেয় ভালো উদ্দেশ্যেই দেয়: ভুপালী সরকার
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৮:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) অনুষ্ঠানে ফল ও সবজির জন্য উত্তম কৃষি প্রণয়ন ও বাস্তবায়ন, উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, ধান ব্যতীত অন্যান্য দানাদার শস্য ডাল, তেল ও উদ্যান ফসলের মাদ্যমে শস্য বহুমুখীকরণ, অধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণ, কৃষি স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণ, বীজ প্রত্যয়নের অ্যাক্রিডিটেশন সিস্টেম ও নিরাপদ খাদ্য পরীক্ষা প্রদ্ধতি জোরদারকরণ, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে বিকশিত করা, এনএআরএসভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রযুক্তি উদ্ভাবণ ও সম্প্রসারণ কার্যক্রমের মূল্যায়ন এবং নির্দিষ্ট কৃষি পণ্যের ভ্যালু চেইন কার্যক্রম জোরদারকরণ র্শীষক আলোচনা হয়।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের উপজেলা প্রশাসন স্কুল মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় তিনি বলেন, সরকার যে প্রকল্প দেয়, ভালো উদ্দেশ্যেই দেয় এবং সেই ভালো উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়। আমরা সবাই সেটা বাস্তবায়ন করব। আগের স্যার এভাবে করতো আর আমরা এভাবে করি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আগের ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যেটা সঠিক আমরা সেই দিকে যাব এবং কাজ করব।
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফারমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. সাজ্জাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার নুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ঝরনা খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমআর মাসুদ, তারেক মোহাম্মদ, আফজাল হোসেন চাঁদ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি আখি খাতুন, উপসহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাশ প্রমুখ।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close