রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাউফল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১০:০০ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলাবাসী।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে বাউফলের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার হাজারো জনতা উপস্থিত ছিলেন।

আওয়ামী ফ্যাসিস্ট ও কথিত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিছু হলুদ সাংবাদিক ও আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এতে উপজেলার সুনাম, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, ‘বাউফলের বিগত দিনের ওসি কামাল হোসেন, ইউএনও বশির গাজিসহ আরো অনেক সৎ কর্মকর্তাদের অনৈতিক কাজে ব্যবহার করতে না পেরে তাদের বিরুদ্ধে লেগেছিল একটি স্বার্থান্বেষী মহল।শেষ পর্যন্ত তারা ওইসব সৎ কর্মকর্তাদের বাউফল থেকে বিতাড়িত করেছিল। ওই অসাধু গোষ্ঠীটি মূলত বাউফলের ভালো চায় না। বাউফলের কোনো কর্মকর্তাকে কাজ করতে দিতে চায় না।’

এ সময় তারা বলেন, ‘এসব হলুদ সাংবাদিকরা ইউএনও মহোদয়ের ব্যক্তিগত এবং পেশাগত সম্মান ক্ষুণ্ন করতে বারবার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এদের কারণে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা বাউফলে আসতে বা এখানে অবস্থান করতে অনিচ্ছুক। আবার অবস্থান করলেও সেরা সেবাটা দিতে ব্যর্থ হচ্ছেন। এটা চলতে দেয়া হবে না।’

বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন জানান, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে বাউফলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। আমরা এ ধরনের দুষ্ট চক্রের হাত থেকে বাউফলকে মুক্ত রাখতে চাই। প্রশাসনের প্রতি আহ্বান, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব, যুবদল নেতা শাহিন রেজা ও সাবেক পৌর ছাত্রদল আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদসহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইউএনও   ষড়যন্ত্র   প্রতিবাদ   বিক্ষোভ   বাউফল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close