নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৩:৩৪ পিএম

ছবি: প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিউদ্দিন আলমগীর আলম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌরশহরের আড়াইআনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন আলমগীর আলম পৌরশহরের আড়াইআনী জেলখানা মোড় এলাকার আজগর আলীর পুত্র।
থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের আড়াইআনী বাজারের জেলখানা মোড়ের পাশে ইটের সলিং এর রাস্তায় অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মহিউদ্দিন আলমগীর আলমকে আটক করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
কেকে/এএস