বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে দেশে যুগোপযোগী, মানবিক ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
মঙ্গলবার (২০ মে) বিকালে জয়পুরহাটের কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে ‘শিক্ষার গুণগতমান উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতি।
তিনি বলেন, বিএনপি একটি আধুনিক, মানবিক ও স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। শিশুদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও স্কাউটিংয়ের মাধ্যমে তাদের মানবিক ও প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ ও পাঠদানের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করবে বিএনপি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন হাতিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন।
কেকে/এএম