সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
মসজিদে দাঁড়িয়ে ইয়াবা কারবারি না করার প্রতিজ্ঞা, বাস্তবে গড়েছে মাদকের সাম্রাজ্য
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকায় মাদকের আতঙ্কের নাম এখন মো. সাখাওয়াত হোসেন (৩৮)। চলতি বছরের জানুয়ারিতে জুমার নামাজের খুতবার আগে মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদের সামনে প্রতিজ্ঞা করেছিলেন, আর মাদক ব্যবসায় জড়াবেন না। এলাকাবাসী তাকে বিশ্বাস করেছিল, দিয়েছিল নতুন করে সমাজে মিশে যাওয়ার সুযোগ। কিন্তু প্রতিশ্রুতি ভেঙে তিনি এখন ‘মাদকের মসনদে’ আরো শক্তভাবে প্রতিষ্ঠিত।

সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেবল নিজেই মাদক ব্যবসায় জড়িত নন, বরং গোটা এক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। গ্রাম্য কৃষক, মোটরসাইকেল ও প্রাইভেটচালকদের তিনি বানিয়েছেন বাহক, আর তরুণ সমাজকে করে তুলেছেন মাদকসেবী।
 
তার অন্যতম সহযোগী দুর্বাটি গ্রামের হৃদয় ভূঁইয়া, প্রবাস ফেরত মোফাজ্জল হোসেন এবং মো. হাবিবুর রহমান হাবি। পুলিশের চোখ এড়িয়ে তারা ১০টিরও বেশি স্পটে প্রকাশ্যে ইয়াবা, হেরোইন, গাঁজা ও চোলাই মদ সরবরাহ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, যারা প্রতিবাদ করে, তাদেরকে নানা হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হয়। একাধিক পরিবারে মাদকসেবী স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছে, কেউ কেউ বিক্রি করে দিচ্ছে পরিবারের শেষ সম্বল। এর ফলে এলাকাজুড়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধ বেড়েছে আশঙ্কাজনক হারে।

এলাকাবাসী এখন প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং স্থায়ী সমাধান কামনা করছেন, যাতে দুর্বাটি ও আশেপাশের অঞ্চল আবারও শান্তি ও নিরাপত্তার মুখ দেখতে পায়।

কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন বলেন, “আমি প্রতিটি মসজিদে গিয়েছি, উঠান বৈঠক করেছি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছি, সাখাওয়াতকে সংশোধনের সুযোগ দিয়েছি। কিন্তু সে কথা রাখেনি। পুলিশকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, এখন তাদেরই পদক্ষেপ নেওয়ার সময়।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, বাঙালহাওলা ও দুর্বাটি এলাকায় এ ধরনের কর্মকান্ডে বিষয়ে তিনি আগে জানতেন না। তবে এখন তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যেই অভিযান পরিচালনার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, “মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি।”

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close