ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার মূল ঘাতকসহ সব আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল।
সোমবার (১৯ মে) বিকালে গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনির নেতৃত্বে উপজেলার হোতাপাড়া এলাকায় কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ভবানীপুর বাজার বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। নেতাকর্মীরা এতে মহাসড়কের প্রায় ৩ কিমি সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভে স্লোগানে স্লোগানে ছাত্রদল নেতা সাম্য হত্যায় দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান।
কেকে/এএস