বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
দেশজুড়ে
রায়গঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও নামসর্বস্ব এনজিও
আমিনুল ইসলাম হিরো, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রাহকদের জমাকৃত প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছে নামসর্বস্ব একটি এনজিও।

রোববার (১৮ মে) থেকে হাটিকুমরুল এলাকায় অবস্থিত সৌদিবাংলা ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন নামক ওই এনজিও’র জোনাল ও রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় শাখা কার্যালয়ে তালা ঝুলিয়ে পালিয়েছে।

এমন খবর জানাজানি হওয়ার পর থেকে অফিসের সামনে গ্রাহকরা টাকার জন্য ভিড় করেন। পরে ওই ঘটনায় ভুক্তভোগীরা নামসর্বস্ব এনজিওর অফিসে থাকা কয়েকজন কর্মীকে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে থানা পুলিশ এসে অবরুদ্ধ থাকা কর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
ভুক্তভোগী গ্রাহকরা জানান, স্থানীয় হারুনর রশিদ বাদশা ও সাইদুর রহমান নামে দুই ব্যক্তির পরিচালনায় দেড় মাস আগে উপজেলার সলঙ্গা, উল্লাপাড়া, তাড়াশ ও শেরপুরের কয়েকটি স্থানে ওই এনজিওর কয়েকটি শাখা অফিস খোলা হয়। এরপর স্থানীয় কিছু বেকার লোকজনকে মাঠকর্মী হিসেবে নিয়োগ দিয়ে অফিসের কার্যক্রম চলাতে থাকে।

রবিবার বিকালে শেরপুর এলাকা থেকে ৫-৬ জন গ্রাহক প্রতারণার শিকার হয়ে জোনাল কার্যালয়ে আসেন।
মূলত তখনই এলাকার গ্রাহকরাও এনজিওর প্রতারণার বিষয়টি জানতে পারেন। অভিযুক্তরা এর আগেও ভিন্ন নামে এনজিও খুলে টাকা নিয়ে পালিয়েছে।

ভুক্তভোগী ফজলুল হক জানান, হাটিকুমরুলের ওই ভবনে দেড় মাস আগে এনজিওটির অফিস করেছে। ৯০ হাজার টাকা লোন প্রাপ্তির আসায় ১৫ দিন আগে ৪০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন তিনি। কিন্তু এখন দেখছেন এনজিওটি ভুয়া। তারা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে।

সলঙ্গা থানার ওসি (তদন্ত) জানান, ‘সংবাদ পেয়ে ওই এনজিওর অফিসে থানা পুলিশ গিয়েছিল। প্রতারিত গ্রাহকদের শান্ত করা হয়েছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এ বিষয়ে আমি মাত্রই জানলাম। ভুক্তভোগীদের কেউ লিখিত অভিযোগ জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, একজন বাড়ির মালিক যদি কোনো বাড়ি ভাড়া দেন তাহলে অবশ্যই তাকে ভোটার আইডি কার্ড ও চুক্তিপত্র করে তাকে ঘর ভাড়া দিতে হবে। আর এনজিও প্রতিষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা প্রশাসনের কাছে যোগাযোগ করতে হবে।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব
‘বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না’
ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সর্বাধিক পঠিত

ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির
গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close