ঠাকুরগাঁওয়ের চক্ষু রোগীদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দিনব্যাপী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র বাস্তবায়নে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে চিকিৎসক ও চিকিৎসাসামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা করে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল।
সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিওর সমৃদ্ধি প্রকল্পের ফোকাল পারসন আইনুল হক, প্রকল্পের সদর উপজেলা কো-অর্ডিনেটর আলামিন, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আউটডোর কর্মকর্তা হামিদুর রহমান।
ক্যাম্পে ৫ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে তাদের মধ্য থেকে একশ জনের চোখে অপারেশন ও বিনামূল্যে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়।
কেকে/এএস