বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রংপুরের কাউনিয়া উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক আর গুণী ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় নতুন কমিটির অভিষেক আয়োজন।
অভিষেক অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
শুরুতে কোরআন তিলওয়াত ও গীতাপাঠ শেষে অভিষেক মঞ্চে ফুলেল শুভেচ্ছা আর নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখে পরামর্শ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন অতিথিরা।
টেপামধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক বুলবুলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম এবং অ.ক.খ আলাওল হাদী, কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসার মোছা. শায়লা জেসমিন সাঈদ।
নির্বাচিত নতুন কমিটির সভাপতি ও ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
কমিটির নবাগত সাধারণ সম্পাদক ও কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আশফিকা বুলবুল পেস্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর একেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, সপ্রাবি প্রধান শিক্ষক সমিতি রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক শামসুন্নাহার বেগম ভিক্টোরিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদুল হকসহ শিক্ষকবৃন্দ।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় কাউনিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির অভিষেক মঞ্চ। এ সময় অতিথি ও শিক্ষকগণ ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
কেকে/এএম