কক্সবাজারের নুনিয়াছড়ায় প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদকপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৩ মে) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১১ মে (রোববার) ভোর ৪টায় কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন কক্সবাজারের “সমুদ্রে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ” বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনাকালে কক্সবাজারের বাঁকখালী চ্যানেলের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশী চালিয়ে কুখ্যাত মাদক ও মানব পাচারকারী মো. আনিস মিয়াকে(৪৩) তিন জন সহযোগী এবং কাঠের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৫০ লখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
ইয়াবা পাচারকারী আটককৃতরা- মো. আনিস মিয়া (৪৩), মো. রফিক মিয়া (২৫), মো. হাসান মিয়া (২৪) ও মো. শওকত আলী (২৩) কক্সবাজার জেলার খুরুশকুল এলাকার বাসিন্দা।
আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেকে/এজে