নোয়াখালীর ভাসানচর থেকে সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল মজিদ ষ্টীল/লিয়াজ ষ্টীল থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় বাদশা মিয়া জানান, সোমবার ১১দিকে ভাটিয়ারী সাগর উপকূলে শিশুসহ রোহিঙ্গাদের একটি ইঞ্জিন চালিত বোট থেকে নামতে দেখেন তিনি। এ সময় এলাকাবাসী তাদের আটক করলে তারা নোয়াখালীর ভাসান চর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যেতে পালিয়ে এসেছেন বলে জানান। পরে তাদের বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পাশাপাশি আটক শিশুসহ ওই রোহিঙ্গা নারী পুরুষকে সাগর উপকূলে একটি পরিত্যক্ত ইয়ার্ডে বসিয়ে রাখা রাখা হয়।
কয়েকজন রোহিঙ্গা নারী পুরুষরা জানান, সরকার নোয়াখালীর ভাসান চরে তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তারা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তারা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকার চুক্তিতে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, স্থানীয় এলাকাবাসীর কাছে রোহিঙ্গা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পূনরায় নোয়াখালীর ভাসান চরে ফেরত পাঠানো হবে।
কেকে/ এমএস