ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শহরের টিএনটি পাড়ায় পুজা রাণী নামে(২৮) এক নারীকে কথা-কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে বখাটে ইয়াসিন(২৩) কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গৃহবধূকে বাঁচাতে গিয়ে আহত হন তার ভাই।
শনিবার (১০ মে) সন্ধ্যার দিকে শহরের টিএনটি রোডের পেছনে মালিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ পুজাকে প্রথমে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে পাঠানোর পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুজা রাণী এলাকার শংকর চন্দ্র দাসের মেয়ে।
প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে বখাটে ইয়াসিন ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর পিতা শংকর বাদী হয়ে ৫ জনকে আসামী করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বখাটে হিসেবে পরিচিত ইয়াসিন সন্ধ্যার পর পুজা ও তার ভাই জনি চন্দ্র দাসের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এসময় ইয়াসিনের সাথে থাকা ছোঁড়া দিয়ে পুজার গলা ও হাতে আঘাত করলে গলায় তীব্র রক্ত ক্ষরণ হতে থাকে। বোনকে বাঁচাতে জনি এগিয়ে এলে তাকে আঘাত করা হয়। রক্তাক্ত পুজার গলায় থাকা ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ও ঘরে থাকা নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোরশেদুল আলম চৌধুরী শনিবার রাতে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত ইয়াসিনকে আটকের চেষ্টা চলছে।
কেকে/এজে