আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে প্রায় মহাসড়কের ৮ থেকে ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯ টা থেকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।
বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা একত্রিত হয়ে আ.লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নিবন্ধন বাতিলের দাবি করে বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাবেদ আলম বলেন, আমাদের এই বিক্ষোভ সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ না আ.লীগ নিষিদ্ধ হচ্ছে আমরা আন্দোলন চলমান রাখবো বলে জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ছাত্র-জনতা আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছে। আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো আন্দোলন চলছে...
কেকে/ এমএস