সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
ইজিবাইক চুরির দায়ে ছাত্রদলের সদস্য সচিবসহ গ্রেফতার ৫
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৫১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ইজিবাইক চুরির দায়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পুসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে চেরাই ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯মে) বিকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।

গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ী পৌর ছাত্রদলের সদস্যসচিব ও পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের আবুল কালামের ছেলে কাশেম পাপ্পু (৩০), কাটাবাড়ী গ্রামের মন্টু মিয়ার ছেলে রাশেদ হোসেন রাসেল (৩৫), বারোকোনা গ্রামের জবেদুল ইসলামের ছেলে সেলিম (৩১), দক্ষিণ তেঁতুলিয়া পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৬), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সামিউল আলম রতন।

থানা সূত্রে জানা যায়, গত ৪ মে পৌর এলাকার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমান এর ছেলে শাহিন রানা ৬ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (৫)।

মামলার সূত্রধরে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইজিবাইকের ৬ টি ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ, একটি চাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, দলের ভাবমুর্তি নষ্ট করে যদি কেউ অপরাধমূলক কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ব্যক্তির জন্য দলের সুনাম নষ্ট হবে এটা হতে পারেনা। কাশেম পাপ্পু যে কাজ করেছে তার বিষয়টি আমিসহ জেলা সভাপতি ও সম্পাদক আবগত রয়েছেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যাবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক অনেক অভিযোগ রয়েছে। তাদেরকে গ্রেফতার করে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইজিবাইক   চুরি   ছাত্রদল   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
তালায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close