খুলনার কয়রায় জলবায়ু সহিষ্ণু বসতবাড়ির উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আরএইচএল প্রকল্পের আওতায় প্রকল্প পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশন-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক। তিনি বলেন চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতোমধ্যে ৬৯টি বসতবাড়ি, ৩৭৫টি মাচা পদ্ধতির ছাগলের ঘর, ২৬৭ জনকে সবজি চাষে, ২০৯ জনকে কাঁকড়া চাষে আর্থিক সহায়তা প্রদানসহ ৭০০ জনের মধ্যে ৩৫০০ ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন জাগরণী চক্র ফাউন্ডেশন শুরু থেকে দরিদ্র মানুষের কল্যাণে উন্নয়ন ও সেবামূলক কাজ করে যাচ্ছেন যার ধারাবাহিকতায় গ্রামের দরিদ্র মহিলাদের সংস্থার নিজস্ব খরচে গোপন ব্যাধি নিরাময়সহ দেশের ৫৪টি জেলায় ৬৫০টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
এ সময় প্রধান অতিথি দুর্যোগপ্রবণ এলাকায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করায় জাগরণী চক্র ফাউন্ডেশনকে ভূঁয়সী প্রসংশা করেন এবং আগামীতে আরও কাজ করার জন্য উৎসাহিত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শেখ মোজাম্মেল হক এবং সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার মো. আজাদুর রহমান, দুজন ব্যবস্থাপক, সাংবাদিকবৃন্দ, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেকে/এএস